শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় নগরীর নাজির মহল্লা এলাকা থেকে একটি মশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত মশাল মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা শাবি উপাচার্যের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। তারা স্লোগানে স্লোগানে অবিলম্বে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন