পানির স্রোতে ভেসে যাচ্ছে ঘর-বাড়ি। সন্তানকে পাত্রে তুলে ভেসে বেড়াচ্ছে মা। এমনকি খাদ্য ও বাসস্থান সংকটে কাঁদছে মানুষ। স্মরণকালের এমনি ভয়াবহ বন্যায় বিধ্বস্ত দেশের সিলেট, সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলা।
রবিবার (১৯ জুন) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বানভাসি এসব মানুষের পাশে দাঁড়াতে গেয়ে অর্থ সংগ্রহ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া সংগঠন স্বরব্যঞ্জ।
সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকে টুকিটাকি চত্বরে ঢোল, তবলা, গিটার হাতে জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পাশে বানভাসি মানুষের জন্য সাহায্য চেয়ে করা প্ল্যাকার্ড ও দানবাক্স নিয়ে দাঁড়িয়েছে কেউ। অন্যদিকে গান গেয়ে সাহায্যের কথা বলছেন শিল্পীরা।
উপস্থিত জাবেদ পাটোয়ারী নামের এক শিক্ষার্থী বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি সুন্দর গান হচ্ছে। তাই একটু দাঁড়ালাম। পরে শুনি বানভাসি মানুষের পাশে দাঁড়াতে গান করছেন তারা। জেনে আরও ভালো লাগল। আমিও কিছু সহযোগিতা করেছি।
এমন ব্যাতিক্রমী আয়োজনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীন আল আজাদ বলেন, দেশের উত্তরাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট ভয়াবহ বন্যার কবলে পড়েছে। সেখানে মানুষের জীবন বিপন্ন। ব্যাপক অর্থের ক্ষতি, খাবার ও বাসস্থান সংকটে রয়েছেন তারা। তাই দেশের অন্যদের মতো ক্ষুদ্র পরিসরে হলেও তাদের প্রতি অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।
তিনি বলেন, আজকে দুপুরে শুরু হয়েছে, এখন পর্যন্ত ক্যাম্পাসে ভালো সাড়া ফেলেছে আমাদের কার্যক্রম। আমরা তিন দিন অর্থসংগ্রহের কাজ চালিয়ে যাব। আশা করি, একটা ভালো পরিমাণ অর্থ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়াতে পারব। এছাড়া সকলকে কম বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, স্বরব্যঞ্জ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া একটি গানের ব্যান্ড। ২০১৪ সালে এ ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পথে ঘাটে মানুষের জন্য গান করার পাশাপাশি স্বেচ্ছাসেবী কাজ করে থাকেন ব্যান্ড দলটির সদস্যরা।
বিডি প্রতিদিন/ফারজানা