উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর চারটার দিকে রাজধানীর শ্যামলীর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মাদরাসা-ই-আলিয়ার শিক্ষক ও আল্লামা কাশগরী হলের সাবেক হল সুপার মোস্তাফিজুর রহমান বলেন, অধ্যাপক আলমগীর হোসেন কিডনি সমস্যাসহ দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত ছিলেন। তার নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হত। সবশেষ জন্ডিস ধরা পড়ায় বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গ্রামের বাড়ি মাগুরার পরিবারিক কবরস্থানে দাফন করা হবে। সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন তার এই সহকর্মী।
অধ্যাপক আলমগীর রহমান বিসিএস নবম ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি মাদরাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষও ছিলেন। এছাড়া সরকারি কবি নজরুল কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল