ক্যাম্পাসের পাহাড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী। এসময় দুটি স্মার্টফোন এবং মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুহাম্মদ মুরসালিন সরকার।
আহত মুরসালিন বলেন, আমি এবং আমার বন্ধু টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। এমন সময় দেশীয় অস্ত্রসহ ৩ জন লোক আমাদের ঘিরে ধরে। একপর্যায়ে আমাকে দা দিয়ে কোপ দেয়। এরপর আমাদের নিকট থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি।
চবি মেডিকেল সেন্টারের ডিউটি অফিসার ডা. শিমুল কুমার রুদ্র বলেন, আমাদের এখানে একজন চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি হাতে আঘাত পেয়েছেন। তবে আঘাত তেমন গুরুতর নয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, ঝুঁকিপূর্ণ এলাকা হওয়াতে ওখানে না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা দেওয়া আছে। সেখানকার গার্ডরাও ছেলেমেয়েদের ওইদিকে যেতে নিষেধ করেন। কিন্তু শিক্ষার্থীরা কোনো নিষেধ শোনে না।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরে লোকবলের সংকট রয়েছে। যার কারণে আমরা এত বড় ক্যাম্পাসের প্রতিটি জায়গায় নিরাপত্তা দিতে পারি না। যদিও এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আমি সামনে লোকবল পেলে পাহাড়ের উপরে দুইজন নিরাপত্তাকর্মী দেয়ার চেষ্টা করব।
বিডি প্রতিদিন/এমআই