২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে প্রথমে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম শ্রদ্ধা নিবেদন করেন। 

এরপর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার রহিমা কানিজ, কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, জাবি ছাত্রলীগসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রশাসন ও বিভাগগুলো ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

এসময় তারা খালি পায়ে হাতে ফুল নিয়ে দীপ্ত কণ্ঠে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…' আলতাফ মাহমুদের সুরের সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর