জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের ১৭ তম প্রয়াণ দিবস আগামীকাল রবিবার। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। জাবি ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয়।
এদিকে মহান এ নাট্যকারের প্রয়াণ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সকাল ১০ টায় সেলিম আল দীনের গান এবং আর্ট ক্যাম্প এবং সাড়ে ১০ টায় স্মরণযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
দুপুর ১২ টায় সেলিম আল দীন আলাপন এবং দেড়টায় স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা সাড়ে ৫টায় সেলিম আল দীনের স্মরণে প্রদীপ প্রজ্বলন এবং ৬ টা থেকে গান-নৃত্য-নাটক পরিবেশন করা হবে। সবশেষে মুক্তমঞ্চে সমাপনী বক্তব্য দেবেন অনুষ্ঠানের আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. সোমা মুমতাজ।
বিডি প্রতিদিন/হিমেল