যৌন হয়রানির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক রাজু আহমেদের আগাম জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রাজশাহী বিভাগীয় প্রধান ও বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিল সেতারা বেগম চুনি তথ্যটি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট দিল সেতারা বলেন, মামলার পর ডা. রাজু আহমেদ হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে জামিন নিয়েছিলেন। আমরা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এ তার জামিন বাতিলের আবেদন করেছিলাম। আজকে আদালত তার জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান চিকিৎসক (দন্ত) রাজু আহমেদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় নারী ও শিশু আইনের ১০-ধারায় মামলা হয়। এ মামলার শুনানি থাকায় রাজশাহীর নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এ হাজির হন তিনি।
আদালতে বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজু আহমেদের আগাম জামিন নামঞ্জুর করেন বিচারক এমদাদুল হক এবং তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিবাদীর পক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য। তবে হাজতে প্রেরণের নির্দেশের পর অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে রাজু আহমেদ পুলিশি হেফাজতে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, গত বছর ৩১ অক্টোবর ডা. রাজু আহমেদের বিরুদ্ধে শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোছা. সাবিনা ইয়াসমিন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও চাকরি থেকে অব্যাহতির দাবিতে বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই