খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সাধারণ ছাত্ররা জানায়, ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দু’গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। রাতে পুরাতন কমিটির সদস্যরা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে লালনশাহ হলে ভাঙচুর চালায়। তারা এসময় কোনো মাদক ব্যবসায়ী ছাত্র হলে থাকতে পারবে না বলে জানায়। এসময় দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে হাজির হয়।
খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কুয়েটে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল