জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে জাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে। এ লক্ষে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের হলে আসন বরাদ্দ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে bachelor.ju-admission.org হল বরাদ্দ সংক্রান্ত প্রজ্ঞাপন পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রজ্ঞাপন জারির পর বরাদ্দকৃত স্ব স্ব হলে শিক্ষার্থীরা রিপোর্ট করার মাধমে হলে উঠতে পারবে।
এর আগে, ১৬ জানুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরুর দাবিতে অনলাইনে ক্লাস করা বর্জন করে জাবির প্রথম বর্ষের শিক্ষার্থীরা। গত বছরের ৩০ শে নভেম্বর থেকে আবাসন সংকটের অজুহাত দেখিয়ে তাদের অনলাইনে ক্লাস শুরু করে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন