৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতিলেখকের সুবিধা দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের (যেসব প্রতিবন্ধী প্রার্থী শ্রুতিলেখক চান) আগামী ২০ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের পিএসসি থেকে শ্রুতিলেখক দেয়া হবে। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যারা শ্রুতি লেখক চান তাদের ২০ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও বরাবর আবেদন ফরম জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রবেশপত্র, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারি প্রত্যয়নপত্র, প্রতিবন্ধিতার সপক্ষে সমাজসেবা অধিদফতরের সত্যায়িত প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারী প্রার্থীরাই শুধু অনুমোদিত শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবেন। আবেদন না করলে শ্রুতি লেখক পাওয়া যাবে না। দৃষ্টি প্রতিবন্ধিতার ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধিপ্রতিবন্ধীর জন্য (নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার সপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন।
বিডি-প্রতিদিন/আবুল্লাহ