বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সভাপতি পদে অধ্যাপক ড. কে. এম. রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ড. মো. শহীদুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মো. শেখ ফরিদ, যুগ্ম সম্পাদক রুবাইয়া রহমান, সাংস্কৃতিক সম্পাদক নুর মোহাম্মদ। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, ড. মো. ইকবাল হুসাইন, ড. মো. আব্দুস সাত্তার, অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, মো. কায়েস বিন রহমান, মো. মশিউর রহমান, আশিক বিশ্বাস, এস এম ইকরামুল ইসলাম রাসেল ও মো. মাহমুদুল হাসান।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ওপেন স্কুল এর ড. মো. জাফর আহাম্মদ।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেসবাহ উদ্দিন রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/হিমেল