ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষার প্রাণিবিদ্যা বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।
আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি-অভিযোগ থাকলে অথবা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে ইচ্ছুক হলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য–প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। উল্লিখিত তারিখের পর কোনো আপত্তি-অভিযোগ কোনোভাবেই গ্রহণ করা হবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ