রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদকে বিভাগের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল।
সভাপতি বলেন, বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। সাময়িকভাবে অধ্যাপক মুশতাক আহমেদ বিভাগের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।
এর আগে ছাত্র-জনতা গণহত্যায় সমর্থন ও উস্কানি, একাডেমিক পরিসরে অনিয়ম-দুর্নীতি, যৌন হয়রানি ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে অধ্যাপক মুসতাক আহমেদের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগের অনুলিপি উপাচার্য দফতর ও বিভাগের সভাপতি বরাবরও জমা দেন তারা।
বিডি প্রতিদিন/আরাফাত