নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
রবিবার (১ সেপ্টেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ২৯ আগস্ট ২০২৪ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০৭.১৭.২৫৫ স্মারক অনুযায়ী এ সভার আয়োজন ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন