জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, কেন্দ্রীয় গ্রন্থাগার, রেজিস্ট্রার অফিস ও পরিবহণ অফিসের যাবতীয় কার্যক্রমে অটোমেশন প্রক্রিয়া চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি চলে। এদিন সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ কর্মসূচি চলছিল।
তাদের দাবিগুলো হলো- অনলাইনে সকল পরীক্ষার ফরম পূরণসহ পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র, সাময়িক সনদ অনলাইনে প্রকাশ করতে হবে। সকল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেটাবেজ তৈরি করে আলাদা আইডি করে প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস দিতে হবে। বই ও জার্নালের অনলাইন অ্যাক্সেস প্রদান এবং লাইব্রেরির যাবতীয় প্রশাসনিক কার্যক্রম অনলাইনভিত্তিক করতে হবে। বাস ও পরিবহনসংক্রান্ত সব দরকারি তথ্য অনলাইনে সহজলভ্য করতে হবে এবং অটোমেটেড বাস ট্রাকিং সিস্টেম চালু করতে হবে।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, অটোমেশন শিক্ষার্থীদের জন্য সহজেই তথ্য পাওয়ার ব্যবস্থা তৈরি করে। একুশ শতকের এ সময়ে জাবিতে শিক্ষার্থীদের মান্ধাতার আমলের পরিষেবা দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা ভোগান্তির স্বীকার হয়, তাদের সময় নষ্ট হয়। তাই আমরা চাই পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, রেজিস্টার অফিস, লাইব্রেরি, পরিবহণ অফিসে দ্রুত অটোমেশন চালু করে শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা হোক। প্রশাসনের পক্ষ থেকে অটোমেশন বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনেরও সদিচ্ছা রয়েছে। ফান্ড সংকট থাকার কারণে এটা নিয়ে কীভাবে সমাধান করা যায় তার উপায় আমরা বের করার চেষ্টা করছি। কমিটি গঠনের মাধ্যমে অটোমেশনের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।'
বিডি প্রতিদিন/মুসা