২৭ অক্টোবর, ২০২১ ১৮:৩৭

সিলেটে বিদ্রোহীদের চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রলীগের শোডাউন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিদ্রোহীদের চ্যালেঞ্জ জানিয়ে ছাত্রলীগের শোডাউন

সিলেটে বিদ্রোহীদের চ্যালেঞ্জ জানিয়ে নগরীতে বিশাল শোডাউন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি পক্ষের নেতাকর্মীরা। আজ বুধবার বিকালে ছাত্রলীগের তিন গ্রুপের নেতাকর্মীরা মিলে এই শোডাউন করেন। গত ১২ অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এরপর থেকে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। তাদের সাথে বিভিন্ন সময় ছাত্রলীগের আরও কয়েকটি গ্রুপের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়ায় দায়িত্বপ্রাপ্তরা নগরীতে কোনো আনন্দ মিছিলের আয়োজন করেননি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করেন। অবশেষে আজ বুধবার বেলা ৩টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে কমিটি পক্ষের নেতাকর্মীরা মিলে বিশাল মিছিল বের করেন।

‘জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অগ্নি-সন্ত্রাস প্রতিরোধ করুন। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হোন’- এই স্লোগান নিয়ে মিছিল বের করেন তারা। মিছিলে ছাত্রলীগের কাশ্মির গ্রুপ, দর্শনদেউড়ি গ্রুপ ও টিলাগড় গ্রুপ অংশ নেয়। ছাত্রলীগের বৃহৎ গ্রুপগুলোর মধ্যে কেবল বাদ থাকেন তেলিহাওর গ্রুপ। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর থেকে গ্রুপটির নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন করে আসছে। 

বিকালে মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। অসুস্থতার কারণে কর্মসূচিতে জেলা শাখার সাধারণ সম্পাদক রুমেল সিরাজ অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর