দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ক্ষেত্রে দুর্নীতি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মাধ্যমিক স্তরে কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে, তা চিহ্নিত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে সমস্যার সূত্র ধরেই দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম শুরু করা হবে। আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির চট্টগ্রাম মহানগরের আয়োজনে ‘মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, দুদকের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রাম মহানগরের সভাপতি মনোয়ারা হাকিম আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক কর্মকর্তা হোসনে আরা।
প্রধান অতিথি ড. নাসিরউদ্দিন আহমেদ বলেন, আমরা কারো মধ্যে আতঙ্ক সৃষ্টি করছি না। কাউকে ভয়ভীতি দেখানো আমাদের উদ্দেশ্য নয়। প্রথমে মোটিবেশনের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে দুনীর্তিমুক্ত করতে চাই। আমরা বিভিন্ন স্কুল-কলেজে যাবো, সেখানে দুর্নীতি পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার