চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক নয়াবাংলা ইউনিটের সাবেক চিফ পুলক সরকার (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাতে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুণাগরির গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।
পুলক সরকার দৈনিক নয়াবাংলা, বিভিন্ন সংবাদ সংস্থায় সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করছিলেন।
এদিকে, পুলক সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এক বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত