চট্টগ্রামের ভোজনরসিকদের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ এবারের থার্টি ফাস্ট নাইটে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। ৩১ ডিসেম্বর মধ্যরাতে চোখ ধাঁধানো রঙ-বেরঙের আতশবাজির মাধ্যমে নতুন বছর ২০১৮ কে স্বাগত জানানো হবে।
হোটেলের মোহনা হলে এক জমকালো অনুষ্ঠানে নগরবাসীকে গানে গানে মাতিয়ে তুলবেন জনপ্রিয় শিল্পী হাবীব ওয়াহিদ ও ফেরদৌস ওয়াহিদ। এছাড়া থাকছে বিশেষ বিনোদন অনুষ্ঠান ও ড্যান্স পারফরমেন্স। ডিজে মিথিলার সাথে মধ্যরাতের কাউন্ট ডাউন দিয়ে নতুন বছরটি শুরু করার সুযোগও পাবেন ভোজনরসিকরা।
জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে গানের সাথে থাকছে জনপ্রিয় ডুয়েট পারফরমেন্সেরও সুযোগ।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত