২৭ জানুয়ারি, ২০১৯ ১৩:৫৭

স্কুলে হঠাৎ হাজির দুদক চেয়ারম্যান, ৮ শিক্ষকের মধ্যে ৭ জন অনুপস্থিত

অনলাইন ডেস্ক

স্কুলে হঠাৎ হাজির দুদক চেয়ারম্যান, ৮ শিক্ষকের মধ্যে ৭ জন অনুপস্থিত

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক হাজির হয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ। আর এসব স্কুলগুলোতে যেয়ে তিনি বেশিরভাগ শিক্ষককেই অনুপস্থিত পেয়েছেন।

রবিবার সকাল ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছে ৯টা ১৫ মিনিটেই দুদক চেয়ারম্যান হাজির হন নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি স্কুলের আটজন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদে বাকি সাতজন শিক্ষকই অনুপস্থিত দেখতে পান। 

তিনি আরও দেখেন, স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণের আশপাশে আচার-চানাচুর খেয়ে অলস সময় পার করছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে শিক্ষাঙ্গনে শিক্ষা নিশ্চিত করা হবে।

এসময় অভিভাবকরা দুদক চেয়ারম্যানকে কাছে পেয়ে তাদের সন্তানদের শিক্ষা নিয়ে হতাশা ব্যক্ত করেন।  দুদক চেয়ারম্যান তাদের জানান, আমাদের সন্তানদের শিক্ষা নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না। প্রয়োজনে দুদক দণ্ডবিধির ১৬৬ ধারা প্রয়োগ করবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর