দেবরকে নতুন জামা কিনে দেওয়ার ঝগড়ার জের ধরে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আখি আকতার সুলতানা নামে এক গৃহবধু।
শুক্রবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঁখি আকতার সুলতানা নেত্রকোনা জেলা সদর থানার রবিউল আউয়ালের স্ত্রী। তারা চট্টগ্রাম নগরীর একটি বাসায় ভাড়া থাকতেন।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার স্বামীকে না বলে আঁখি দেবরকে একটি নতুন জামা কিনে দেন। এর জের ধরে স্বামী রবিউল আউয়ালের সাথে ঝগড়া হয়। এতে অভিমান করে শুক্রবার সকালে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর