হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফির সাথে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব ইজতেমাসহ নানান বিষয়ে আলোচনা করেন। শুক্রবার বিকেলে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এ সাক্ষাত করেন মন্ত্রী।
সাক্ষাত পরবর্তি সময়ে মন্ত্রী বলেন, ‘তাবলীগের বিশ্ব ইজতেমাকে সুন্দর ভাবে সম্পাদন করতে হুজুরের কাছে দোয়া চাইতে এসেছি। হুজুর ও বিশেষভাবে দোয়া করেছেন। তিনি ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।
ওই বৈঠকে উপস্থিত হেফাজতে ইসলামে যুগ্ম-মহাসচিব মাঈনুদ্দীন রুহী বলেন, হেফাজতে ইসলামের আমিরের সাথে বৈঠক কালে মন্ত্রী বিশ্ব ইজতেমা, কওমী সনদ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।
এরআগে মন্ত্রী ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে জুমার নামাজ আদায় করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় মন্ত্রী বলেন, ‘একসময় দেশে জঙ্গি ও সন্ত্রাসীরা দেশকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু দেশের শান্তিপ্রিয় মানুষ তা হতে দেয়নি।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর