চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ মাসুদ নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। শুক্রবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন বেলতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপি’র আকবর শাহ থানার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অভ্যন্তরীণ কোন্দেলের কারণে প্রতিপক্ষ গ্রুপ মাসুদকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তাদের গ্রেফতার করা গেলে এ খুনের রহস্য উম্মোচন হবে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমের পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে আটটায় মাসুদকে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘কি কারণে তিনি খুন হয়েছেন তা তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ। যারা তাকে নিয়ে এসেছেন তারাও জানাতে পারেননি মাসুদকে ছুরিকাঘাতের কারণ।’
বিডি প্রতিদিন/হিমেল