চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অনিরাপদ খাদ্যের কারণে প্রাণঘাতি নানা রোগে আগামী প্রজন্ম আক্রান্ত হচ্ছে। অনিরাপদ খাদ্য তৈরি ও বাজারজাতকরণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের যেমন সর্তক হতে হবে, তেমনি ভোক্তাদেরও সচেতন হতে হবে। অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে সিটি কর্পোরেশন ও ক্যাব জিরো টলারেন্সে রয়েছে।
তিনি বিকালে নগরীর ডিসি হিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কন্যজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের উদ্যোগে জাতীয় নিারাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী, শোভাযাত্রার উদ্বোধন ও র্যালীত্তোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে মেয়র আগামী ১ মার্চ থেকে নগরীর সব হোটেল রেস্তোঁরা, খাদ্য উৎপাদানকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওয়ার্ড কাউন্সিলর ও ক্যাবসহ অভিযান পরিচালনা করার ঘোষণা দেন। একই সাথে নগরবাসীসহ সাধারণ জনগনের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টিতে র্যালী, আলোচনা সভা, পথ নাটক, সাংস্কৃৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শনী, পোস্টার, লিফলেট বিতরনসহ নানা কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী মো. সামসুজ্জোহা, সচিব আবুল হোসেন ও মেয়রের একান্ত সচিব মফিদুল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার