শিরোনাম
৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:২৪

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা স্ত্রীসহ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা স্ত্রীসহ কারাগারে

অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় এক কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপি। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান দুদকের পিপি মাহমুদুল ইসলাম।

তিনি বলেন, এর আগে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আমজাদ হাজারী ও হালিমা লিপি জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন। গত ৩ জানুয়ারি ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৪৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডবলমুরিং থানায় আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলম। তবে গত ১৪ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর