চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় দুই দোকানে অভিযান পরিচালনা করে ৬ হাজার টাকা জরিমানা ও প্রায় ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ বিদেশী সিগারেট, ই-সিগারেট এবং তামাক কোম্পানির প্রচারণামূলক পণ্য জব্দ করা হয়েছে।
তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে এ জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন দেবনাথ, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. ওমর শাহেদ হিরো প্রমুখ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বলেন, ‘আইন অমান্য করে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে জিইসি মোড় এলাকায় দুই দোকানকে জরিমানা করা হয়েছে। তাছাড়া পাবলিক প্লেসে ধূমপানরত ব্যক্তিদের সতর্ক এবং বিভিন্ন রেস্টুরেন্টকে নো-স্মোকিং সাইনেজ প্রদর্শনের জন্য বলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর