চট্টগ্রামে কাভার্ড ভ্যান ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিমা বেগম (৪৮) এবং সুমাইয়া আক্তার (১৩)।
বাঁশখালী থানার ওসি কামাল হোসেন বলেন, সাধনপুর ইউনিয়নে একটি পেট্রোল পাম্পের সামনে সিএনজি চালিত টেক্সি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি টেক্সি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/হিমেল