চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা দোতলা মসজিদ এলাকার দুই বছর বয়সী শিশুকে রেখে আত্মহত্যা করেছেন এক মা। তার নাম জান্নাতুল ফেরদৌস (২২)।
গতকাল শনিবার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শনিবার গৃহবধূর স্বামী গোলাম রাসুলকে আটক করা হয়েছে।
জান্নাতুল ফেরদৌসের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ এলাকায়। গোলাম রসুলের বাড়ি সন্দ্বীপে। তাদের ২ বছরের ওই সন্তানের নাম মাহফুজুর রহমান। মাহফুজ ওই দম্পতির একমাত্র সন্তান বলে জানা গেছে। বন্দর থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামীকে আটক করা হয়েছে।
এদিকে, রবিবার সকালে নিহতের বোন জান্নাতুল নাইম জানান, কয়েকদিন আগে দুলাভাইয়ের সঙ্গে আপার কথা কাটাকাটি হয়। এরপর গতকাল এ ঘটনা ঘটে। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে তার সঠিক তথ্য এখনও জানিনা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর