চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া হওয়া এ অস্ত্র ব্যবসায়ীর নাম ওয়াহিদুল ইসলাম সোহেল।
এ সময় তার কাছ থেকে একটি এসএমজি, ২৭ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়। রবিবার সকালে নগরীর বাদুরতলার বড় গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওয়াহিদুল ইসলাম সোহেল কাপাসগোলা এলাকার মাজহারুল ইসলামের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, সোহেল দীর্ঘদিন ধরে এ এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তিনি একজন অস্ত্র ব্যবসায়ীও। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার