চট্টগ্রামে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরের খুলশী থানার আমবাগান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জাবেদ গ্যারেজের মেকানিক নাহিদ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রিল লাগানোর কাজ করতেন। একই গ্যারেজের মেকানিক মো. সোহেল পূর্ব বিরোধের জেরে নাহিদকে খুন করে পালিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
খুলশী থানার এসআই আনোয়ার হোসেন জানান, মুমূর্ষু অবস্থায় নাহিদকে নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সোহেল পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাহিদের বাড়ি সিলেট। তার বাবার নাম আবদুল্লাহ। তিনিও নাহিদের সঙ্গে একই গ্যারেজে কাজ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা