শিরোনাম
১৪ নভেম্বর, ২০১৯ ১৮:৩৯
আয়কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র

'কর দিয়ে কেউ গরিব হয় না'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'কর দিয়ে কেউ গরিব হয় না'

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘কর নিয়ে জনমনে যে বিভ্রান্তি ছিল, আয়কর মেলা তা দূর করতে সক্ষম হচ্ছে। করদাতার মাইন্ডসেট পরিবর্তন করতে মেলা সহায়ক হবে। কারণ কর দিয়ে  কেউ গরিব হয় না। কর দিলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়।’

বৃহস্পতিবার দুপুরে নগরের জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী দিনেই জমে ওঠেছে আয়কর মেলা। সকাল থেকেই নানা বয়সী করদাতারা কর সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে মেলায় ভিড় করেন। আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিল, ই- পেমেন্টসহ সব ধরনের সেবা একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে। মেলায় রয়েছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, জীবন বিমা, সঞ্চয় অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি বুথ। মেলায় দুই শিফটে দায়িত্ব পালন করছেন ৬৫০ জন কর কর্মকর্তা।   

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন, কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সৈয়দ মো. আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মো. মাহবুবুর রহমান, মফিজ উল্লাহ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।  

প্রধান অতিথি বলেন, ‘এক সময় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে প্রশ্ন করা হতো। কারণ আমরা গরিব দেশ ছিলাম। এখন বিদেশি বিমানবন্দরে অযথা হয়রানি করা হয় না। সবাই মিলে কর দিলে দেশ উন্নত হবে।’

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর