১৪ নভেম্বর, ২০১৯ ১৯:০৮

চট্টগ্রামে আয়কর মেলায় প্রথম দিনে ৩৩ কোটি ১৮ লাখ টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে আয়কর মেলায় প্রথম দিনে ৩৩ কোটি ১৮ লাখ টাকা আদায়

চট্টগ্রামে আয়কর মেলার প্রথম দিনে ৪ হাজার ৯৩৩ টি রিটার্ন জমা পড়েছে। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৩৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা। প্রথম দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৪৬১ জন, কর সেবা নিয়েছেন ২০ হাজার ৮৬৭ জন।

আয়কর মেলা সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিন বৃহস্পতিবার চট্টগ্রামের কর অঞ্চল-১ এ রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৮৪৭ জন। এর বিপরীতে কর আদায় হয়েছে ১১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৩ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৭৮ জন, কর অঞ্চল-২ এ ৮১০টি রিটার্নের বিপরীতে ৭ কোটি ৬১ লাখ ৩ হাজার ৯৩৭ টাকা, কর অঞ্চল-৩ এ ১ হাজার ২১৯টি রিটার্নের বিপরীতে ৬ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৭৯৮ টাকা, কর অঞ্চল-৪ এ ১ হাজার ৩৩টি রিটার্নের বিপরীতে ৭ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৩৯৩ টাকা আয়কর জমা হয়েছে। এ ছাড়া জরিপ রেঞ্জ-৩ এ ২৪টি রিটার্নের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৬২৩ টাকা আয়কর জমা হয়েছে।

মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান বলেন, ‘মেলায় প্রথম দিনেই আশানুরূপ সাড়া মিলছে। মানুষ এখন অতীতের তুলনায় অনেক বেশি সচেতন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা দেওয়া হচ্ছে।’   

   বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর