চট্টগ্রাম নগরীতে অনেক নাগরকি সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরে চাপ বাড়ছে মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এখনই ওভার লোডেড হয়ে গেছে। অথচ নগরবাসীর কোনো নাগরিক সুবিধাই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। গ্যাস বিদ্যুৎ পানি, শিক্ষা স্বাস্থ্য প্রতিটি নাগরিক চাহিদার এখানে যথেষ্ট ঘাটতি রয়েছে। এ নিয়ে এখন থেকেই নতুন করে চিন্তা করা উচিত।
শনিবার নগরের শেরশাহে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ফ্ল্যাটব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগরে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে। আনোয়ারায় দুইটি ইকোনমিক জোন হচ্ছে। সেখানে কর্মসংস্থান হবে। তারা থাকবেন চট্টগ্রাম শহরে। তাই এ মুহূর্ত থেকে উদ্যোগী হতে হবে নগর সম্প্রসারণে। এ নগর অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। একটা পশু জবাইখানা পর্যন্ত নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই। নাগরিকবোধও নেই। তাই সাংবাদিকদের জনমত তৈরি করতে হবে। বাস্তবধর্মী বিষয় ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। নাগরিক দায়বদ্ধতা উপলব্ধিতে না থাকলে কাঙ্ক্ষিত, প্রত্যাশিত নগর হবে না।
ইউটিলিটি সার্ভিস লাইনের গুরুত্ব তুলে ধরে আ জ ম নাছির উদ্দীন বলেন, এক সড়ক বার বার কাটছে। যত সংস্কার করি না কেন দিন শেষে সিটি করপোরেশনকে দায়ী করা হচ্ছে। পরিকল্পিত একটি নির্দিষ্ট ইউটিলিটি সার্ভিস লাইন তৈরির এখনো সময় আছে। তাহলে বার বার সড়ক কাটতে হবে না।
সাংবাদিক হাউজিং সোসাইটির ফ্ল্যাটব্লক প্রসঙ্গে মেয়র বলেন, এ প্রকল্প নিয়ে অনেকবার কথা হয়েছে। মামলার কারণে আটকে ছিল। আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধান হয়েছে। ফ্ল্যাট কাম শপিং ও কমিউনিটি সেন্টারে ১৮০ ফ্ল্যাট হবে সাংবাদিকদের জন্য। ইতিমধ্যে এ সোসাইটিতে সিটি করপোরেশনের উদ্যোগে রাস্তাঘাট নির্মাণ ও আলোকায়ন করেছি।
সোসাইটির পরিচালক ও বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজীর সভাপতিত্বে এবং সোসাইটির সেক্রেটারি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রকল্পের কনসালটেন্ট স্থপতি আশিক ইমরান, সোসাইটির পরিচালক মনজুরুল আলম মঞ্জু, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন