চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক পরিবেশ সুষ্ঠু রাখতে জেলা প্রশাসনের ১৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১১ জন বোয়ালখালীতে এবং ৫ জন নগরের পাঁচটি ওয়ার্ডে অবস্থান করছেন। ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বপ্রাপ্ত এলাকায় আচরণবিধি রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অভিযানও পরিচালনা করেন। আগামী ১৩ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একটি টিম গত মঙ্গলবার দুপুরে বোয়ালখালী পৌরসভা এলাকায় আচরণবিধির বহির্ভূত প্রতীক ব্যবহার করা, সরকারি স্থাপনা-প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার-ব্যানার লাগানো এবং প্রতীকে অতিমাত্রায় আলোকসজ্জা করায় তা অপসারণ করা হয়েছে। তাছাড়া গত বুধবার নগরের চান্দগাঁও এলাকায় সরকারি স্থাপনা ও যানবাহনে লাগানো পোস্টার অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘নির্বাচনের সামগ্রিক পরিবেশ সুষ্ঠু ও আচরণবিধি মানার লক্ষ্যে জেলা প্রশাসনের ১৬ ম্যাজিস্ট্রেট উপ নির্বাচনে দায়িত্ব পালন করছেন। প্রতিদিনই কোনো না কোনো টিম নির্বাচনী এলাকায় অবস্থান করছে। নির্বাচনী পরিবেশ শান্ত আছে। সবাই সংযত হয়ে প্রচারণা চালাচ্ছে। আশা করি, এমন পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।’
জানা যায়, নির্বাচনে বর্তমানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমেদ (নৌকা), বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাপন দাশগুপ্ত (কুড়েঁঘর), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল)। চট্টগ্রাম নগরীর ৩ নং পাচঁলাইশ, ৪ নং চান্দঁগাও, ৫ নং মোহরা, ৬ নং পূর্ব ঘোষশহর ও ৭ নং পশ্চিম ঘোষশহর ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার ১০১টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৮০টি ভোট কক্ষ রয়েছে। চট্টগ্রাম-৮ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে নগরের পাঁচ ওয়ার্ডের ভোটার ৩ লাখ ১০ হাজার ৩৫৪ জন। পুরুষ ১ লাখ ৫৬ হাজার ২০৯ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৪৫ জন। বোয়ালখালীতে মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৩১ ভোট।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বিডি-প্রতিদিন/শফিক