চট্টগ্রামের স্কাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আগের দিনের রান্না করা স্টিমড রাইস, চিকেন ফ্রাই, মেয়াদোত্তীর্ণ ক্যানড মাশরুম ও সস পান ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে স্কাই রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সতর্কও করে দেওয়া হয়। জেলা প্রশাসকের নির্দেশে ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন