চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৩০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ক্যাম্পুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার ২০টির বেশি ভ্রাম্যমাণ টিম বাস, রেল, লঞ্চ স্টেশন, নগরের প্রবেশমুখ সিটি গেট, কর্ণফুলী শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, অক্সিজেন মোড়ে ভাসমান শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে। তাছাড়া ৪১ ওয়ার্ডের ১ হাজার ২৮৮টি কেন্দ্র ৬-১১ মাসের ৮০ হাজার শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাসের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জি, ডা. মুইজ্জুল আকবর চৌধুরী, ডা. তপন কুমার চক্রবর্তী, চসিক জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. সুশান্ত বড়ুয়া, ডা. সুমন তালুকদার, জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চসিক ৬-১১ মাসের ৭৮ হাজার ৫৯৯ এবং ১২-৫৯ বয়সের ৪ লাখ ৪৩ হাজার ৫৮২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ।
বিডি প্রতিদিন/রেজা মুজাম্মেল/এনায়েত করিম