চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর মোহাম্মদপুর সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোকাম্মেল হক চৌধুরী (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাম্মেল হক চৌধুরী সাতকানিয়ার বাজালিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
নগরীর মোহাম্মদপুর এলাকায় তার বাসা। ঘটনাস্থল থেকে পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, ‘সকালে দ্রুতগামী বাস মোহাম্মদপুর মাজারের কাছে বাসার অদূরে মোকাম্মেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল