ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উদ্বোধন শুরুর সঙ্গে সঙ্গে চট্টগ্রামেও শুরু হয়।
চট্টগ্রাম নগরে স্থাপিত চারটি ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধন করা হয়। শুক্রবার বিকাল ৪টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য আফসারুল আমীন ও সামসুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, আওয়ামী লীগ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
জানা যায়, জিমনেসিয়াম মাঠে বিকাল ৪টায় ভিডিও কনফারেন্স শুরুর কথা ছিল। কিন্তু দুপুর ২টা থেকেই মাঠে আসতে শুরু করেন সর্বস্তরের মানুষ। বিকেল ৩টার আগেই জিমনেশিয়াম মাঠ মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে। মাঠে জায়গা না পেয়ে সড়কে অবস্থান নেন অনেকে। ক্ষণগণনা অনুষ্ঠানকে কেন্দ্র করে জিমনেশিয়াম মাঠ ও আশেপাশের এলাকা সাজানো হয়।
টাইগারপাস মোড় থেকে কাজীর দেউড়ি ও লাভলেন মোড় পর্যন্ত সাজানো হয় বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক ছবি, রঙিন ব্যানার ও ফেস্টুন। ক্ষণগণনা অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স দেখতে স্থাপন করা হয়েছে একাধিক জায়ান্ট স্ক্রিন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশ করেন জনপ্রিয় ব্যান্ড সোলস্, শিল্পী ঐশী এবং চট্টগ্রামের শিল্পীরা।
জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের চার স্থানে স্থাপিত হয়েছে ‘কাউন্ট ডাউন ক্লক’। এর মধ্যে আন্দরকিল্লার পুরাতন নগর ভবনের সামনে ‘এ’ ক্যাটাগরির একটি, সার্কিট হাউজের সামনে, আদালত ভবনের সামনে এবং শাহ আমানত সেতু এলাকায় ‘বি’ ক্যাটাগরির তিনটি কাউন্ট ডাউন ক্লক স্থাপন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ‘কাউন্ট ডাউন ক্লক’ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল