সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর বাইপাস সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এদের একজন পুলিশ সদস্য। নিহত পুলিশ সদস্যের নাম মো. আলমগীর হোসেন (২৪) এবং অন্যজনের নাম শহিদুল ইসলাম (২৭)। আলমগীর হোসেন চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধিন ডিআইজি রেঞ্জের (প্রটোকল) কনেষ্টেবল। তাদের দুজনের বাড়ি কুমিল্লায়।
শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই মো. শফিউল্লাহ জানান, নিহত দুজন দুটি মোটরসাইকেলে ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বন্দরের দিকে যাওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সকাল ৭টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, ডিআইজি’র প্রটোকলের দায়িত্বে থাকা কনস্টেবল আলমগীর কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর ও শহীদুলকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন