চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তসলিম উদ্দিন মনছা (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দু'জন।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী আলমগীর (৩৪) ও উপজেলার আবু নগর এলাকার শফির ছেলে সাকিব (২২)।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, বাঁশবাড়িয়া এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তসলিম উদ্দিন বাঁশবাড়িয়ার মজিধন বাড়ির মৃত ইদ্রিস মিয়া প্রকাশ বশরের ছেলে। তিনি নগরীর একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।
বিডি প্রতিদিন/আরাফাত