সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলি দাশ এবং চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামের স্বয়ম্ভুনাথ, ভবানী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
শনিবার মন্দিরের স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশের সঞ্চালনায় অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য্যের সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিগত দুই বছরের উন্নয়ন কাজ তুলে ধরেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্ত্তী। মন্দির উন্নয়ন ও প্রস্তাবিত পূর্ণ রিপোর্ট বিষয়ে রিভা গাঙ্গুলি দাশ সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শংকর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরী মহারাজ, স্রাইন কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, বিপ্লব দাশ, সুজন কান্তি মহাজন, রূপম ভট্টাচার্য্য, দীপক নাথ, সজল দে, সজল কান্তি দাশ, সুরেশ শীল, রাসেল সরকার, ধীমান দত্ত, অমল চৌধুরী, মান্না দে, বিশ্বজিৎ চক্রবর্ত্তী, রাজীব দাশ বাবু, রক্তিম নাথ, বিবেকানন্দ চৌধুরী, রূপম রায়, যীশু ভৌমিক, গৌতম কান্তি চন্দ অধীর পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সনাতন সংগঠনের বিভাগীয় কোর্ডিনেটর ইঞ্জিনিয়ার রাজীব দাশ, ইঞ্জিনিয়ার শুভ্র কর, সুনির্মল সেন, সমীর শর্মা, তাপস চক্রবর্ত্তী, বিষ্ণুচরন দাশ, কাশীনাথ, সুনিল বাবু, প্রদীপ রঞ্জন দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম