চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) পদে যোগদান করেছেন ক্যাপ্টেন এম মহীদুল হাসান। তিনি কমোডর খন্দকার আক্তার হোসেন এর স্থলাভিষিক্ত হয়েছেন। ক্যাপ্টেন এম মহীদুল হাসান ১০ আগস্ট ১৯৭৩ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯৩ সালে ইঞ্জনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে বিএসসি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) হতে এমএসসি (মিলিটারি স্টাডিজ) ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ এবং আর্মস ফোর্সেস ডিভিশন, কোস্টগার্ড সদর দপ্তর, বিএন ডকইয়ার্ড, খুলনা শিপ ইয়ার্ড লি. ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. সহ বিভিন্ন দপ্তরে সুনামের সঙ্গে কাজ করেন। তিনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ২টি করভেট নির্মাণ প্রকল্পে বাংলাদেশ ও চীনে দায়িত্ব পালন করেন। এছাড়াও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টে দক্ষতা ও সুনামের সাথে কাজ করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক