চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সমাজের অবহেলিত, এতিম ও ঠিকানাহীন পথশিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। গত শনিবার রাতে নগরের ফিরিঙ্গি বাজারের সামাজিক সংগঠন 'উপলব্ধিতে' তিনি পথ শিশুদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি এসব শিশুদের পরিবেশিত গান শুনেন এবং মোবাইল ফোনে তাদের সঙ্গে সেলফি তুলেন।
এ সময় চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পথশিশুদের পড়ালেখার জন্য ভর্তি ফিসহ মাসিক বেতন মওকুফের ঘোষণা দেন তিনি। পরিদর্শনের সময় মেয়র বলেন, ‘বিশ্বের শিশুরা যেখানে অনিরাপদ সেখানে দাতা সংগঠনগুলো তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন। এটি একটি ভাল উদ্যোগ। সব সংগঠনকে ‘উপলব্ধি’র মতো আর্তমানবতার সেবায় এগিয়ে আসা দরকার। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমি আছি এবং আগামীতেও থাকব।’
‘মানুষ মানুষের জন্য’ কালজয়ী এ গানে উজ্জীবিত হয়ে ঠিকানাবিহীন পথশিশুদের লালন, পালন, পড়াশোনা ও প্রশিক্ষণে কাজ করছে উপলব্ধি। এ সংগঠনের কর্ণধার শেখ ইজাবুর রহমান। বর্তমানে উপলব্ধিতে ৬৫ পথশিশু আছে।
এ সময় উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া, ডা. পলাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ ইজাবুর রহমান, উপলব্ধির ব্যবস্থাপক শেলী রক্ষিত প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক