চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে একটি ফিলিং স্টেশনে নিজের গাড়ির চাকায় পিষ্ট হন হেলপার মো. হাবেল (২৪)। নিহত হাবেল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রূপশান্তি গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার স্থানীয়দের সূত্রে বলেন, ‘ফিলিং স্টেশন থেকে ট্রাক বের করার আগে হেলপার পেছনে গাড়ির চাকা চেক করছিলেন। এ সময় আকস্মিকভাবে তিনি গাড়ির চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে, সাতকানিয়ার কেরানিহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাহেন্দ্র গাড়ি থেকে পড়ে নুরুল আমিন (৩৫) নামের এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘চার চাকার গাড়ির পেছনে দাঁড়িয়েছিলেন জামতলী ক্যাম্পের আবদুল গফুরের ছেলে নুরুল আমিন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। রাত একটার দিকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি-প্রতিদিন/মাহবুব