২৬ জানুয়ারি, ২০২০ ১৯:৩৮

চট্টগ্রামে অভিজাত রেস্টুরেন্টে বাসি খাবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অভিজাত রেস্টুরেন্টে বাসি খাবার

চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অভিযান  চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। রেস্টুরেন্টের ফ্রিজে আগের দিনের রান্না করা চিকেন ফ্রাই,  চিকেন কারি, গরুর মাংস, নুডলস, মেয়াদোত্তীর্ণ বোরহানি, দই পাওয়া যায়।   

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘অভিযানের সময় দেখা যায়, রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আগের দিনের পচা ও বাসি খাবার বিক্রি করা হচ্ছিল। এ সময় রেস্টুরেন্টের ফ্রিজ হতে আগের দিনের রান্না করা চিকেন ফ্রাই, চিকেন কারি, গরুর মাংস, নুডলস, মেয়াদোত্তীর্ণ বোরহানি, দই পাওয়া যায়। এ অপরাধে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রেস্টুন্টকে সতর্ক করে দেয়া হয়। 

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে ভোক্তা স্বার্থ রক্ষায় সারা বছরব্যাপী এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর