২৭ জানুয়ারি, ২০২০ ১৯:১১

চট্টগ্রামে প্রাইম মুভারের ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে প্রাইম মুভারের ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক

আবেদনের পরও পণ্যবাহী ভারী যানবাহন চালানোর জন্য ভারী লাইসেন্স না পাওয়ার অভিযোগ এনে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রামে পণ্যবাহী ভারী যানবাহন (প্রাইম মুভার ট্রেইলার, লং ভেহিক্যাল) ২৪ ঘণ্টা চালানো বন্ধ থাকবে। চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের পরও লাইসেন্স দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ না করলে আরও বৃহত্তর কর্মসূচির দেওয়া হবে। 

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইন উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মুছা ও সাধারণ সম্পাদক অলি আহমদ, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা, চট্টগ্রাম ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর।  

বিডি প্রতিদিন/মজুমদার/রেজা মুজাম্মেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর