২৯ জানুয়ারি, ২০২০ ১৮:৫৯

'সাংবাদিকতা না থাকলে দেশে ভারসাম্য থাকবে না'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'সাংবাদিকতা না থাকলে দেশে ভারসাম্য থাকবে না'

ফাইল ছবি

সাংবাদিকতা না থাকলে দেশে সাম্য ও ভারসাম্য থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন'র (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন ও কৃতি সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আন্দোলন সংগ্রামে পাশে ছিল এদেশের সংবাদপত্র। এতে সব চেয়ে বেশি অবদান ছিল সাংবাদিকদের। নিপীড়ন তুচ্ছ করে সাংবাদিকরা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। বাংলার মুক্তির সংগ্রামে সাংবাদপত্র ও সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে। মুজিববর্ষে সেই সাংবাদিকদের গভীর শ্রদ্ধা জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।

  বিডি প্রতিদিন/মজুমদার /সেলিম 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর