চট্টগ্রাম মহানগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় স্থায়ী জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে হাইকোর্ট থেকে তার জামিনের আদেশের কপি চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছায়।
এর আগে গত বছরের ৪ আগস্ট ঢাকার বনানী থেকে সুদীপ্ত হত্যা মামলায় দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দিদারুল আলম মাসুমের আইনজীবী আবদুল্লাহ হাসান বলেন, ‘২০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি আসাদুজ্জামান খান ও বিচারপতি মো. মুজিবুর রহমানের বেঞ্চ দিদারুল আলম মাসুমকে স্থায়ী জামিন দেন। বুধবার হাইকোর্ট থেকে তার জামিনের আদেশের কপি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল