বাঁশখালীর কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের ওষুধ, ইন্ডিয়ান ভায়াগ্রা, টিটেনাস ভ্যাক্সিনসহ নকল ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার চাম্বল নতুন বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এ অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান।
কামরুল হাসান জানান, বাঁশখালীর কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ও নকল ব্রান্ডের ওষুধ জব্দ করা হয়েছে। তিন ফার্মেসি মালিককে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে কিছু ফার্মেসি মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান। ফার্মেসিগুলো সিলগালা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের