চট্টগ্রাম নগরের হালিশহর তালতলা এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের বন্দর স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মো. মোরশেদ বলেন, তালতলা মোড়ে আলী আকবর হোসেনের মালিকানাধীন গ্যারেজে আগুন লাগে। এতে ১৭টি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার /রেজা মুজাম্মেল